পৃথিবী যখন অন্যায়-অপরাধ, অত্যাচার ও বর্বতার ঘোর অন্ধকারে ছেয়ে গেল। মনুষ্য সমাজ হয়ে গেল হিংস্র প্রাণীর সমাজ, হারিয়ে গেল মানবতা-সততা, ভেঙ্গে পড়ল সমাজ ব্যবস্থা, শুধু তাই নয়; সামান্য বিষয় নিয়ে বয়ে যেত রক্তের দরিয়া। যুগ থেকে যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম...
‘কোরবানি’ ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ। ‘কোরবানি’ আরবি ‘কুরব বা কুরবান’ শব্দ থেকে নির্গত। কুরব-এর আভিধানিক অর্থ নৈকট্য বা সান্নিধ্য। এজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। কেননা কোরবানির মাধ্যমে বান্দা প্রভুর নৈকট্য অর্জন করা উদ্দেশ্য। এই অর্থে আল্লাহর নৈকট্য...